× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লেগ স্পিনার না খেলানোয় দুই কোচকে বরখাস্ত করলো বিসিবি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার

এবারের জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) প্রতি রাউন্ডে অন্তত একজন লেগ স্পিনার খেলাতে হবে- এমন নির্দেশনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু ঢাকা ও রংপুর বিভাগের দুই কোচ সেটি মানেননি। এজন্য তাদের বরখাস্ত করেছে বিসিবি। জাহাঙ্গীরের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ সেলিম। আর মাসুদের জায়গায় এসেছেন জাফরুল এহসান।

ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম প্রথম ও দ্বিতীয় রাউন্ডে জুবায়ের হোসেন লিখনকে খেলাননি। রংপুরের কোচ মাসুদ পারভেজও একই কাজ করেন। তিনি একাদশের বাইরে রাখেন আরেক লেগি রিশাদ হোসেনকে। তাদের কেন নেয়া হলো না এ ব্যাপারে বিসিবির কাছে কোনো সদুত্তর দিতে পারেননি ঢাকা-রংপুর বিভাগের কোচ।
ফলে ঢাকার জাহাঙ্গীর আলম ও রংপুরের মাসুদ পারভেজকে বরখাস্ত করে নতুন কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নব-নিযুক্ত দুই কোচ।

বাংলাদেশের ঘরোয়া লীগে লেগ স্পিনারদের অবহেলার চোখে দেখা হয়। খরুচে বিধায় তাদের দলে নিতে চায় না কেউ। এর বাজে প্রভাব পড়ছে জাতীয় দলে। বাংলাদেশি ব্যাটসম্যানরা লেগ স্পিন খেলতে অভ্যস্ত না হওয়ায় খেসারত দিচ্ছেন। সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে আফগান লেগস্পিনার রশিদ খানের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি তামিম-মুশফিকরা। এরপরই ঘরোয়া লীগে লেগ স্পিনার খেলানোর প্রতি গুরুত্বারোপ করে বিসিবি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর