× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নেত্রকোনায় নিখোঁজ গৃহবধূ কৌশলে বাসায় ফিরলেন

বাংলারজমিন

নেত্রকোনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

জেলা শহরের নাগড়ার দিদারুল ইসলামের স্ত্রী রাবেয়া আক্তার পিংকী (২১) অবশেষে উদ্ধার হয়েছে। অপহরণের পর সে কৌশলে পালিয়ে স্বামীর বাসায় এসেছেন। গতকাল শুক্রবার দিদারুল ইসলাম ও রাবেয়া আক্তার পিংকী সাংবাদিকদের বিষয়টি জানান। জানা গেছে, জেলা শহরের নাগড়ার দিদারুল ইসলামের বাসা থেকে স্ত্রী রাবেয়া আক্তার পিংকী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন দিদারুল ইসলাম নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর একটি অপরিচিত নাম্বার থেকে পিংকী তাকে উদ্ধারের কথা বলে দিদারুল ইসলামের মোবাইলে এসএমএস পাঠান। ওই নাম্বারে পিংকীর খোঁজ নিতে গেলে পিংকী নামে কেউ নেই বলে একজন মহিলা জানান এবং আর ফোন না করার জন্য বলেন। বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসিকে জানালে তিনিও চেষ্টা করেন।
কিন্তু ওই নাম্বারে ফোন না দেয়ার জন্য ওসি তাজুল ইসলামকে বলা হয়। ফের একই নাম্বার থেকে পিংকী জানায়, তাকে ময়মনসিংহের শিববাড়িতে এক বাসায় আটকে রাখা হয়েছে। দিদারুলকে শিববাড়ি মন্দিরের কাছে যেতে বলেন পিংকী। ওইদিন রাতেও পিংকী আসতে পারেননি। বুধবার পিংকী কৌশলে ওই বাসা থেকে বের হয়ে নেত্রকোনাগামী বাসে উঠেছেন বলে অন্য একটি মোবাইল থেকে দিদারুলকে জানান। দিদারুল ও স্বজনরা বাসস্ট্যান্ড থেকে তাকে বাসায় নিয়ে যান। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম গৃহবধূ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা করা হয়েছিল। পরে কৌশলে গৃহবধূ নিজেই পালিয়ে এসেছেন।  রাবেয়া আক্তার পিংকী জানান, জেলা শহরের নাগড়ার স্বামীর বাসা থেকে তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পরে জ্ঞান ফিরে দেখতে পান সে ময়মনসিংহের একটি বাসায়। সেখান থেকে কৌশলে সে পালিয়ে এসেছেন। উল্লেখ্য, দিদারুল ইসলাম ও পিংকী একে অপরকে ভালোবেসে গত ১৮ই জুন ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন। পিংকীর বাবা হরেকৃষ্ণ সরকার এ ব্যাপারে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে মামলা করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর