× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

উত্তর প্রদেশের শিক্ষাঙ্গনে মোবাইল ফোন নিষিদ্ধ

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে উত্তর প্রদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। শুধু শিক্ষার্থীরাই নয়, নতুন এ আইনের আওতায় পড়বেন শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই। ভারতের এই রাজ্যে ক্ষমতায় রয়েছে ডানপন্থি রক্ষণশীল দল বিজেপি। যোগী আদিত্যনাথের সরকার ঘোষিত নতুন এ আইন এখন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে উচ্চ শিক্ষা পরিচালকের দপ্তর  থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোবাইলের সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করা হলো। রাজ্যের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তো বটেই শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যরাও প্রতিষ্ঠানের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উত্তম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার লক্ষ্য করেছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় চলাকালীন শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বড় অংশ মোবাইল ফোনে তাদের মূল্যবান সময় নষ্ট করছেন। এ জন্যই রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণ বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তার মন্ত্রিসভার বৈঠকসহ অন্যান্য সভায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। গুরুত্বপূর্ণ সভা চলাকালে কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাদের  মোবাইল ফোনে মেসেজ পড়ায় ব্যস্ত দেখে আদিত্যনাথ ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর