× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ভাবতেও পারিনি ইটের ঘরে ঘুমাবো’

বাংলারজমিন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

‘এক চালার ছাপড়ার নিচে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলাম। গ্রীষ্মে গরম, বর্ষায় বৃষ্টির পানিতে ভিজে ও শীতকালে কনকনে ঠাণ্ডায় না ঘুমিয়েও রাত কাটিয়েছি। স্মামীর রেখে যাওয়া সামান্য জায়গা ছিল। কিন্তু ঘর বানানোর সামর্থ্য ছিল না। সরকারি টাকায় পিআইও অফিস ঘর নির্মাণ করে দিয়েছে। ভাবতেও পারিনি আমি ইটের তৈরি ঘরে ঘুমাবো, আজ আমার স্বপ্ন বাস্তবায়ন করেছে সরকার। এটাই আমার স্বপ্নের রাজবাড়ি।’ গতকাল কথাগুলো বলছিলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের মলছন বেওয়া (৭২)।
শুধু মলছন বেওয়াই নন, চিনাডুলীর সুন্দরী বেগম, নোয়ারপাড়ার গোলাপ ফুল বেওয়া, বেলগাছা ইউনিয়নের ছামেনা বেওয়া, পৌর শহরের মৌজাজাল্লাহ গ্রামের হাওয়া বেওয়াসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর শহরের ৫২টি উপকারভোগী অসচ্ছল পরিবার ঘর পেয়ে তারা নানা রকম অনুভূতি প্রকাশ করে বলেছেন, এটা যেন আমাদের কাছে ছিল আকাশ কুসুম কল্পনার মতো। আমাদের অভাব অনটনের কারণেই আমরা একটি দু’চালা টিনের ঘরও তুলতে পারিনি।
পরিবার পরিজন নিয়ে ছাপড়া ঘরেই খুব কষ্ট করে জীবন যাপন করে আসছিলাম। আমাদের সারাজীবনের স্বপ্ন বিনামূল্যে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৮-১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণে প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। এ উপজেলার ১২ ইউনিয়নের ৪৬ ও পৌরশহরের ৬টি পরিবারসহ মোট ৫২টি অসচ্ছল পরিবারকে একটি করে দুর্যোগ সহনীয় টিনসেড পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, প্রায় ৫শ’ বর্গফুটের প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি করিডোর, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর টেকসই এবং প্রতিটি ঘরেই সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর