× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় দুটি বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশানুযায়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুটি বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, গতকাল ছুটির দিন ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের নির্দেশানুযায়ী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের লোকজনকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বাধ্যবাধকতার কথা তুলে ধরে বাল্যবিবাহ দুটি বন্ধ করে দেয়া হয়। তিনি আরো জানান, শুক্রবার উপজেলার চরলক্ষীয়া ও হাপানিয়া এলাকায় দশম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত দুই ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। ইউএনওর কাছ থেকে বাল্যবিবাহ অনুষ্ঠানের খবর পেয়ে তার নির্দেশ অনুযায়ী পুলিশসহ ওই দুটি বাড়িতে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, দুটি বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বরপক্ষ আগেই সরে পড়ে। এ সময় মেয়ে পক্ষের অভিভাবকদের মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি স্বরূপ মুচলেকা আদায় করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর