× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ওসমানী হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

রোগীদের চিকিৎসা প্রদানকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে ২৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া ডাক্তারের নাম নীলকান্ত দাশ। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। নীলকান্ত দাশ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে কয়েকমাস যাবৎ ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন। ২৬নং ওয়ার্ডে তাকে দেখলে দায়িত্বরত স্টাফদের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তারা হাসপাতালে খোঁজ নিয়ে এই নামের কোনো ডাক্তার নেই জানতে পারেন। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ও কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করেন। ওসমানী ফাঁড়ির পুলিশের ইনচার্জ এসআই ফারুক জানিয়েছেন, নীলকান্তকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর