× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাত দিতে দেরি হওয়ায় নানিকে খুন

বাংলারজমিন

নরসিংদী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, শনিবার

ভাত দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে ছোটকাল থেকে লালনপালন করা নানিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে নাতি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকারী নাতি পলাশ (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। নিহত  ফুলমালার (৬০)-এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এব্যাপারে ওই এলাকার ইউপি সদস্য সেলিম মিয়া জানান, কুড়েরপাড় গ্রামের মৃত সুন্দর আলীর মেয়েকে পার্শ্ববর্তী গ্রামের ইসলামের নিকট বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর ফুলমালার স্বামী মারা যায়। একা থাকে বিধায় মেয়ের ছেলে নাতি পলাশকে লালন পালন করার জন্য নানি ফুলমালার নিকট রাখা হয়। নানির কাছে থেকেই স্কুলে লেখাপড়া করে আসছিল নাতি। এরই মধ্যে নাতি পলাশ এসএসসি পাস করে একটি কলেজে লেখাপড়া করতে থাকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নাতি পলাশ বাড়িতে নানি  ফুলমালার (৬০) নিকট খাবার  চায়। ফুলমালার খাবার দিতে দেরি হওয়ায় নানি-নাতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাতি পলাশ পাশে থাকা হাতুড়ি দিয়ে নানিকে মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই নানির মৃত্যু হয়। নানির মৃত্যু নিশ্চিত জেনে নাতি পলাশ  লাশের পাশে বসে মোবাইল টেকনোলজির মাধ্যমে গুগুল সার্চ দিয়ে নরসিংদী পুলিশ সুপারের নাম্বারে কল করে নানিকে হত্যা করার ঘটনা প্রকাশ করে। পরে রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নাতি কর্তৃক নানিকে হত্যা ও পুলিশের নিকট নাতির আত্মসমর্পণ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর