× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

টালমাটাল বুলগেরিয়া ফুটবল দলের কোচেরও পদত্যাগ

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, রবিবার

দু’দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বুলগেরিয়ান দর্শকদের বর্ণবিদ্বেষী আচরণে তোলপাড় হয় ফুটবল বিশ্ব। ঘটনার প্রতিবাদে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) কাছে চিঠি দেন স্বয়ং বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেদিনই বুলগেরিয়ান ফুটবল সংস্থার সভাপতিকে পদত্যাগের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী। এবার বুলগেরিয়া ফুটবল দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কোচ ক্রাসিমির বালাকভ।
ইউরো ২০২০ বাছাইপর্বে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার একদম নীচে অবস্থান বুলগেরিয়ার। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। ঘরের মাঠে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ৬-০ ব্যবধানে। আন্তর্জাতিক অঙ্গনে এক বছর আগে সর্বশেষ জয়ের দেখা পায় বুলগেরিয়া।
নিজেদের ঘরের মাঠে সেই ম্যাচে সাইপ্রাসকে হারায় ২-১ গোলে। চলতি বছরের শুরুতে ইউরো বাছাইপর্ব উতরাতে সাবেক বুলগেরিয়ার ফুটবলার বালাকভকে জাতীয় দলের দায়িত্ব দেয় বুলগেরিয়ান ফুটবল ইউনিয়ন (বিএফইউ)। তবে দলকে কোনো ম্যাচে জয়ের মুখ দেখাতে পারেননি খেলোয়াড়ি জীবনে সফল বালাকভ। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভাসিল লেভস্কি স্টেডিয়ামে শেষ ম্যাচেও বাজে হারের শিকার হয় তার দল। আর বালাকভ শনিবার সংবাদমাধ্যমে বলেন, ‘আমি জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমি দলের পরবর্তী কোচের অগ্রীম সফলতা কামনা করি। দলের বর্তমান অবস্থা সুবিধাজনক নয়। আমি এত প্রতিকূল অবস্থায় এর আগে দায়িত্ব পালন করিনি।’
বুলগেরিয়ো দলের অভ্যন্তরে কোন্দল ও বর্ণবিদ্বেষ নিয়েও মুখ খোলেন রিস্টো স্টয়চকভ পর বুলগেরিয়ার সেরা এই খেলোয়াড়। বালাকভ বলেন, ‘খেলোয়াড়দের বিদ্রোহ বা অন্তর্কোন্দলের কথা শোনা যাচ্ছে। সত্যি বলতে তারা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে, এর কিছুই করা তাদের পক্ষে এখন সম্ভব নয়। আর মাঠে দর্শকের আচরণ নিয়ে বলতে গেলে, বলতে হয়। আমি সেদিন খেলার মধ্যে ডুবে ছিলাম। তাই আমার চোখে কিছু ধরা পড়েনি। আমি কিছু শুনিনিও। তবে তারা যদি এমন করে থাকে তবে তা বুলগেরিয়ানদের জন্য লজ্জাজনক।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর