× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘সেগুলোতে কাজ করার আগ্রহ পাই না’

বিনোদন

এন আই বুলবুল
২১ অক্টোবর ২০১৯, সোমবার

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। একটা সময় নিয়মিত ছোট পর্দায় অভিনয় করতেন। কিন্তু এখন আর আগের মতো নেই তিনি। টেলিভিশন নাটক থেকে দুরে আছেন বলে জানান। কিন্তু কেন? সাবার ভাষ্য, এখন টেলিভিশন নাটকে যে ধরনের গল্প ও চরিত্র দেখি সেগুলোতে কাজ করার আগ্রহ পাই না। আমি ক্যারিয়ারের শুরু থেকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম। এখনো তেমন চরিত্র খুঁজি। সংখ্যা বাড়ানোর জন্য কাজ করার ইচ্ছে আমার নেই।
এ অভিনেত্রী সর্বশেষ দীপ্ত টিভির ‘মধ্যবর্তীনি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি এখন প্রচারের অপেক্ষায়।  এ নাটক নিয়ে সাবার ভাষ্য, বেশ কিছুদিন হলো দীপ্ত টিভির ‘মধ্যবর্তীনি-২’ সিরিয়ালটির শুটিং শেষ করেছি। এছাড়া কোনো নাটক আমার হাতে নেই। ‘মধ্যবর্তীনি-২’তে কাজ করার কারণ হলো আগের সিজনটিতেও মূল চরিত্রে আমি ছিলাম। এছাড়া তাদের অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নত। তাই এতে কাজ করেছি। বর্তমানে শুধু নাটক নয়, দর্শক বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখার ক্ষেত্রেও ভারতীয় টিভি চ্যানেলগুলোকে প্রাধান্য দিচ্ছে। এর কারণ কি মনে করেন সাবা? তিনি বলেন, দেশীয় টিভি চ্যানেলগুলোতে কি দেখবে দর্শক? সব চ্যানেলে প্রায় একই রকম অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটা সময় আমাদের টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতাম। এখন অনুষ্ঠানে নতুনত্ব দেখি না। সব চ্যানেলে একই রকম লাইভ অনুষ্ঠান প্রচার করছে। অন্য অনুষ্ঠানগুলোতেও দেখার মতো কিছু থাকে না। কেউ অনুষ্ঠানের কোয়ালিটি রক্ষা করছে না। দু’একটি ভালো অনুষ্ঠান যেগুলো প্রচার হচ্ছে সেগুলো গতানুগতিক অনুষ্ঠানের ভিড়ে খুঁজে পাওয়া যায় না। সাবার এ সময়ের ব্যস্ততা নিয়ে জানতে চাইলে বলেন, বাইক স্টান্টভিত্তিক প্রথম রিয়েলিটি শো ‘পালসার স্টান্টম্যানিয়া’য় বিচারকের দায়িত্ব পালন করছি। প্রথমবারের মতো বাইকারদের নিয়ে এই রিয়েলিটি শো-র আয়োজন করা হয়েছে। আমাদের গতানুগতিক বিভিন্ন  বিয়েলিটির শো-র বাইরে এটি। এর আগে আমি বিউটি কন্টেস্টের বিচারক হয়েছি। অভিনয়ের বাইরে মাঝে মধ্যে এমন আয়োজনের সঙ্গে থাকতে ভালো লাগে। বেশ অভিজ্ঞতা অর্জিত হয় এসব আয়োজন থেকে। এদিকে এ অভিনেত্রী নতুন একটি চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তবে সেটা ঢাকার নয়, ওপার বাংলার। আসছে ডিসেম্বরে এ ছবির শুটিং করবেন তিনি। শুটিং শুরু করার আগে ছবিটি নিয়ে কিছু বলতে চান না সাবা। বিষয়টি পরিচালকের অনুরোধেই গোপন রাখছেন বলে জানান। নতুন ছবি ছাড়াও কলকাতায় সাবার ‘এপার ওপার’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। প্রায় দেড় বছর আগে এ ছবির শুটিং শেষ করেছেন তিনি। কবে ছবিটি মুক্তি পাচ্ছে জানতে চাইলে বলেন, আমি মাঝে বেশ কিছু সময় নির্মাতার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নি। তাই নিশ্চিত বলতে পারছি না এটি কবে মুক্তি পাবে। তবে এটুকু জানি নির্মাতা ছবিটিকে বড় পরিসরে মুক্তি দিতে চান। বাংলাদেশে এ অভিনেত্রীর ‘মধুর ক্যান্টিন’ শিরোনামের একটি চলচ্চিত্র হাতে আছে। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে। সাবার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘আব্বাস’। এতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। ছবিটি নির্মাণ করেছেন সাঈফ চন্দন। দীর্ঘদিন শোবিজে সাবা কাজ করছেন। তার চোখে শোবিজে এখন কেমন অসঙ্গতি ধরা পড়ে? এর উত্তরে তিনি বলেন, সব মাধ্যমেই নানা ধরনের অনিয়ম থাকে। এটি থাকবেই। তবে আমি মনে করি, যারা শোবিজে পেশাগতভাবে কাজ করেন তাদের দায়বদ্ধতা অনেক বেশি। তাদের কথা ও কাজে যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর