× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শায়েস্তাগঞ্জ ব্যকস-এর নির্বাচন

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার

শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর ত্রিবার্ষিক নির্বাচন যথারীতি সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক জাহেদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ছাতা প্রতীক নিয়ে ৩৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স কাশেম ট্রেডার্স এর স্বত্বাধিকারী, ব্যকস এর সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম শিবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহিন মিয়া মোমবাতি প্রতীকে ২৬১ ভোট পেয়েছেন। পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী মো. আবদুল মুকিত মই প্রতীকে ৪৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাজী মতিউর রহমান মতিন মোরগ প্রতীকে ১৩০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ৩ জন নির্বাচিত হয়েছেন।
মতিউর রহমান রিকশা প্রতীকে ৩৯৯ ভোট, আবদুল করিম জুয়েল টেবিল মার্কা প্রতীকে ৩২১ ভোট ও সোহেল ভাণ্ডারী উড়োজাহাজ প্রতীকে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. ইয়াছির খান হাত পাকা প্রতীকে ৩৪৫ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এমএজে টুটুল ২৪০ ভোট পেয়ে সংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. তরিক উল্লাহ প্রজাপতি প্রতীকে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জামাল আহমেদ। নির্বাচনে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন।

 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর