× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর ২০১৯, বুধবার

ওয়ার্কার্স পার্টি ছেড়ে দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও দলটির এক সময়ের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস। তিনি দলটির পলিটব্যুরোর সদস্য ছিলেন। গতকাল মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বৈঠকে বিমল বিশ্বাসের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে। পার্টি ছাড়ার কারণ হিসেবে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, আমি মনে করি, ওয়ার্কার্স পার্টি মার্কস-লেনিনের আদর্শের কথা বললেও বাস্তবে তার নীতি-কৌশল-সংগঠন এবং তাদের কর্মকাণ্ডে এর প্রতিফলন নেই। পার্টির  নেতাদের আদর্শগত-রাজনৈতিক-সাংগঠনিক বিচ্যুতির কারণে দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করেছি। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের সময় বাম রাজনীতিতে যুক্ত হওয়া বিমল বিশ্বাস রুশ-চীন দ্বন্দ্বে সারাবিশ্বে কমিউনিস্ট পার্টির বিভাজনের পর তিনি ছিলেন চীনপন্থি শিবিরে। ১৯৯২ সালে ওয়ার্কার্স পার্টি গঠিত হলে এতে যুক্ত হন বিমল বিশ্বাস।
শুরু থেকেই দলটির পলিটব্যুরোর দায়িত্বে থাকা বিমল বিশ্বাস মাঝে টানা ১০ বছর পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। বিমল বিশ্বাস ২০০৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসনে ১৪ দলের প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ নেতা শেখ কবিরুল হক মুক্তি স্বতন্ত্র নির্বাচন করে তাকে হারিয়ে দেন। এরপর তিনি আর নির্বাচনে অংশ নেননি। উল্লেখ্য, আগামী ২রা নভেম্বর ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস শুরু হবে। এ কংগ্রেসের মাধ্যমে দলটির পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর