ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার
রংপুরে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু
বাংলারজমিন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে | ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:০৭
উৎসবমুখর পরিবেশে রংপুরে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। কর কমিশনার আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আরিফা শাহানা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ মঞ্জুর আহমেদ আজাদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ। মেলায় নতুন-পুরাতন করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ, আয়কর বিষয়ক পরামর্শ প্রদান ও আয়কর জমা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।