ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার
তেঁতুলিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সম্মেলন
বাংলারজমিন
পঞ্চগড় প্রতিনিধি | ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:২০
জেলার তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের দু’টি গ্রুপের আলাদাভাবে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে একটি অংশের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইয়াছিন আলী মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম সারোয়ার হোসেন, আব্বাস আলী, যুগ্ম সম্পাদক আবু সারোয়ার বকুল, অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল, জেলা কৃষক লীগের সভাপতি তাজিরুল ইসলাম প্রমুখ। পরে সন্ধ্যায় সমঝোতার ভিত্তিতে ইয়াছিন আলী মন্ডলকে সভাপতি ও কাজী মাহমুদুর রহমান ডাবলু সাধারণ সম্পাদকে পুনঃনির্বাচিত করা হয়। অন্যদিকে তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রি কলেজ গেটের সামনে অপর অংশের সভাপতি নায়বুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফরিদা আকতার হীরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবু্র রহমান, এমদাদুল হক প্রমুখ।