× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ / চৌদ্দগ্রামে ভূয়া নামে সরকারি ভাতা উত্তোলন করছেন ইন্সট্রাক্টর

অনলাইন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
(৪ বছর আগে) নভেম্বর ১৬, ২০১৯, শনিবার, ২:০২ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা রিসোর্স সেন্টারের এলএমএসএস পদের একজন বদলি হওয়ার পর অন্য নামে প্রশিক্ষণের সরকারি ভাতা উত্তোলন করছে ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদার। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকদের হাতে পাওয়ার পর তিনি সত্যতা স্বীকার করেছেন। তবে উল্টো সংবাদ প্রকাশ বন্ধ রাখার জন্য বিভিন্ন উর্ধ্বতন ব্যক্তি দিয়ে তদবির চালানোর অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা এলাকায় অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টার। সেখানে এলএমএসএস পদে থাকা দেলোয়ার হোসেন চলতি বছরের ২৫ জুন মাসে চট্টগ্রামে বদলি হন। তাঁর অনুপস্থিতিতে খলিলুর রহমান নাম দিয়ে সরকারি কর্ম দিবসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ চলাকালিন দৈনিক ভাতা, খাবার বিল ও যাতায়াত ভাতা বাবদ ১৪৪০ টাকা করে উত্তোলন করছেন ইনস্ট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদার। প্রাপ্তি স্বীকারপত্রে খলিলুর রহমান নামের জাল স্বাক্ষর ইন্সট্রাক্টর নিজেই করেন। গত ১০ নভেম্বর পিইডিপি-৪ এর আওতায় মার্কিং প্রশিক্ষণের খরচ বাবদ অর্থ উত্তোলনের জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে জমা দেয়া বিল ভাউছারে এমন চিত্র দেখা গেছে।
 

এছাড়াও প্রশিক্ষণার্থী শিক্ষক-শিক্ষিকাদের জন্য সরকারিভাবে ২৬৪০ টাকা বরাদ্দ থাকলেও তিনি সেখানে ২৫৫০ টাকা দিয়ে বাকি ৯০ টাকা হারে রেখে দেন। এদিকে প্রশিক্ষণার্থীদের জন্য উপকরণ হিসেবে সরকারি বরাদ্দ দেখানো হয়েছে-৫ টাকার কলম ২০ টাকা, ১২ টাকার ফাইল ৫০ টাকা। প্রশিক্ষণের সকল উপকরণেও সরকারি ক্রয় নীতিমালা উপেক্ষা করে কয়েকগুন বেশি দাম দেখিয়ে সরকারি বিপুল পরিমাণের অর্থ আত্মসাত করছে ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদার।  

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষক জানান, ‘শিক্ষকদের প্রশিক্ষণের সরকারি ভাতার অংশ কেটে নেয়া ইন্সট্রাক্টর মমিনুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে তদন্ত করতে হবে। কারণ-এ রকম অসাধু কর্মকর্তার কারণে দেশে অনিয়ম-দুর্নীতি বেড়েই চলছে। এখনই এর লাগাম টেনে ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান তারা’।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মমিনুল ইসলাম মজুমদার বলেন, ‘এলএমএসএস একটি পদ খালি আছে। সেখানে খলিলুর রহমানের নামে ভাতা উত্তোলনের ঘটনা সত্য। তবে আমার বক্তব্য কোড করলে আমি সব কথা বলতে পারবো না এবং সব কিছুই নিয়মের মধ্যেই করেছি’।

কুমিল্লা জেলা রিসোর্স সেন্টারের সুপার হারুনুর রশিদ ভুঁইয়া শনিবার বলেন, ‘আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি। কাগজপত্র দেখে অনিয়মের সত্যতা পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো’।
এদিকে চট্টগ্রাম রিসোর্স সেন্টারের ডিডি সুলতান মিয়া বলেন, ‘অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর