× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে রান্নাঘরের গ্যাস লাইন বিস্ফোরণে প্রাণ গেলো ৭ জনের

অনলাইন

অনলাইন ডেস্ক
(৪ বছর আগে) নভেম্বর ১৭, ২০১৯, রবিবার, ১০:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের পাথরঘাটা এলাকার এক বাড়িতে রান্নাঘরের গ্যাস বিস্ফোরণে ও আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে সাতজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো.  মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা  হচ্ছে, গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি জানান, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। ওই বাড়ি থেকে আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের কথা বলেছে ওই বাড়ির বাসিন্দারা। আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি।
দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর