× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

লাইব্রেরি নিয়ে অসন্তুষ্টি

শিক্ষাঙ্গন

খুবি প্রতিনিধি
(৪ বছর আগে) নভেম্বর ১৮, ২০১৯, সোমবার, ৭:০২ পূর্বাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি সন্ধ্যা সাড়ে ৭ টায় বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট শিক্ষার্থীরা। লাইব্রেরি রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার দাবি জানান তারা।

ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুস সালাম বলেন, লাইব্রেরি আরো বেশি সময় খোলা থাকলে আমাদের সুবিধা হয়। এছাড়াও লাইব্রেরীতে বইয়ের সংকট রয়েছে। প্রয়োজনের সময় অনেক বই পাওয়া যায়না।

এ বিষয়ে লাইব্রেরিয়ান ড. কাজী মোখলেছুর রহমান বলেন,লাইব্রেরিতে মোট ৪৭ হাজার ৫৩৬টি বই। পাশাপাশি রয়েছে ই-বুক সুবিধা। তবে ডিসিপ্লিনের চাহিদা অনুযায়ী এ সংখ্যা কিছুই নয়।
আমাদের বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সময় বৃদ্ধির প্রশ্নে তিনি বলেন, বেশিরভাগ শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড নেই। তারা বিসিএসের প্রস্তুতি নেবার জন্য লাইব্রেরি ব্যাবহার করেন। তারপরেও শিক্ষার্থীদের দাবি তারা ভেবে দেখবেন।

সরজমিনে লাইব্রেরীতে গিয়ে লাইব্রেরিয়ানের কথার সত্যতা পাওয়া যায়। অধিকাংশ শিক্ষার্থীকেই বিসিএসের প্রস্তুতি নিতে দেখা যায়।

সার্বিক বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, লাইব্রেরিতে বিসিএস পরীক্ষার্থীরা বেশি থাকে এটা দেশের সমস্ত লাইব্রেরীর বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আর আমাদের জনবল কম তারপরেও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লাইব্রেরি বন্ধের সময় বৃদ্ধির চেষ্টা করা হবে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর