× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

তৌহিদের বিশ্বরেকর্ড, হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ নভেম্বর ২০১৯, বুধবার

টানা তৃতীয় সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন তৌহিদ হৃদয়। যুব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। আর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৫০ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতলো টাইগাররা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সেঞ্চুরির সুবাদে আরেকটি অর্জনে নাম লেখান তৌহিদ হৃদয়। যুব ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান করার গৌরব অর্জন করেন তিনি। যুব ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকও তৌহিদ।
১৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ১৫১০ রান। ১৬৯৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের সামি আসলাম। ১৮২০ রান নিয়ে শীর্ষে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতে উইকেট হারালেও সাজিদ হোসেন ও প্রান্তিক নওরোজ ৫৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান। ব্যক্তিগত ২১ রানে সাজিদ ফিরলে মাঠে নামেন তৌহিদ। তুলে নেন শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরি। শেষপর্যন্ত ১১১ রানে আউট হন তৌহিদ। এছাড়া প্রান্তিক করেন ৬৫ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা যুব দল। লঙ্কানদের পক্ষে রাসান্থা সর্বোচ্চ ৮৪ রান করেন। বাংলাদেশের পক্ষে শাহীন আলম ৪৬ রানে ২টি ও হাসান মুরাদ ৪৭ রানে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ, ব্যাটিং
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৮৩/৭ (নাবিল ৬৫, হৃদয় ১১১, পারভেজ ৩৮; রোহান ২/৫৭, আমসি ২/৫৫)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৪.৪ ওভারে ২৩৩ (রাভিন্দু ৮৪, আভিষ্কা ৩০, রোহান ২৭; মুরাদ ২/৪৭, শাহীন ২/৪৬, শামীম ১/৪১)
ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী
ম্যাচসেরা: তৌহিদ হৃদয়
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৪-০ ব্যবধানে জয়ী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর