× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পেনের বড় জয় কোচের কান্না!

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, বুধবার

ইউরো বাছাইপর্বে রোমানিয়াকে বড় ব্যবধানে হারানোর দিনে স্পেন ফুটবলে আলোচনার বিষয় ছিল কোচের বিদায়। সংবাদপত্র ‘মার্কা’র জানায়, বর্তমান কোচ রবার্তো মোরেনো প্রধান কোচের দায়িত্ব হারাবেন। তার জায়গায় ফিরবেন লুইস এনরিকে। কন্যার অসুস্থতার জন্য জুলাই মাসে স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়ান এনরিকে। তখন মোরেনো তার স্থলাভিষিক্ত হন। এনরিকের কন্যা ক্যান্সার আক্রান্ত হয়ে আগস্টে মারা যায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন  এনরিকেকে ফেরাতে চাইছে। এমন খবরে দলের জয়ের দিনেও কান্নায় ভেঙে পড়েন মোরেনো।
মার্কার সাংবাদিক টানক্রেডি পামেরি এক টুইট বার্তায় জানান, ‘ম্যাচশেষে লকার রুমে খেলোয়াড়দের সঙ্গে আলোচনাকালে মোরেনো কান্নায় ভেঙে পড়েন।’
গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে মোরেনো বলেন, ‘আমি আর এনরিকে ভালো বন্ধু। একসঙ্গে অনেক কাজ করেছি। আমি তার জায়গায় স্পেন দলের দায়িত্ব নিয়েছি। তবে যদি সে ফিরতে চায় তাহলে আমি নিজ থেকে সরে যাবো।’ সোমবার ম্যাচশেষে মোরেনো বলেন, ‘আমার সঙ্গে তাদের (স্পেন ফুটবল) কথা হয়েছে। আমি তাদের বিশ্বাস করি, আর তারা আমাকে। যা করণীয় তাই করা হবে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
মোরেনোর অধীনে স্পেন মোট ৯টি ম্যাচ খেলেছে। এরমধ্যে ৭ জয় ও ২টি ড্র রয়েছে। শেষ ম্যাচে ঘরের মাঠে রোমানিয়াকে ৫-০ ব্যবধানে হারায় স্পেন। ঘরের মাঠে অষ্টম মিনিটের মাথায় প্রথম গোল করেন ফাবিয়ান রুইস। ৩৩তম মিনিটে হেডে স্পেনের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়ারিয়ালের জেরার্ড মরেনো। দশ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন ভিয়ারিয়ালের এই ফরোয়ার্ড। বিরতির আগে শেষ মিনিটে একটি আত্মঘাতী গোল হজম করে ব্যবধান ৪-০ করে রোমানিয়া। ম্যাচের যোগ করা সময়ে স্পেনের হয়ে পঞ্চম গোলটি করেন মিকেল। ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে থাকা স্পেনের সংগ্রহ ২৬ পয়েন্ট। একই গ্রুপ থেকে সরাসরি মূল পর্ব নিশ্চিত করা সুইডেনের পয়েন্ট ২১।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর