× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লিও-কাভানির অন্য লড়াই /আবারো আর্জেন্টিনার ত্রাতা মেসি

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, বুধবার

আবারো আর্জেন্টিনার ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন লিওনেল মেসি। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোল করেন তিনি। আর উরুগুয়ের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে আলবিসেলেস্তেদের পরাজয়ের হাত থেকে বাঁচালেন মেসি। সোমবার প্রীতি ম্যাচের যোগ করা সময়ে মেসির পেনাল্টি গোলে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে মাঠে এদিন সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল মেসির বাদানুবাদে জড়িয়ে পড়া। উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে মাঠে বাগযুদ্ধে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। শান্ত স্বভাবের মেসির এই আচরণ ‘ক্লাসিকো রিও দে লা প্লাতার’ উত্তেজনার দরুণ হয়েছে বলে মনে করেন কাভানি। আন্তর্জাতিক মিডিয়া জানায়, ম্যাচ চলাকালে  মেসিকে কাভানি বলেন, ‘চল লড়ি’।
আর  উত্তরে মেসি বলেন, ‘যে কোনো সময়।’ পরবর্তীতে ডিয়েগো গোদিন তাদের এই ঝামেলা মিটিয়ে দেন। ম্যাচশেষে এই বিষয়ে কাভানি বলেন, ‘এটা বড় কোনো ঘটনা নয়। দুই দলই ভালো ফুটবল উপহার দিয়েছে। আর দারুণ কিছু মুহূর্ত সৃষ্টি করেছে। আমরা ভালোটা নিয়েই মাঠ ছেড়েছি। আর খেলাটি দক্ষিণ আমেরিকার ক্লাসিক ম্যাচ হয়ে থাকবে। সেখানে হালকা উত্তেজনা হওয়া স্বাভাবিক।’ আগের ম্যাচের একাদশে ৪টি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ৪-৩-৩ ফরমেশনে স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে মেসির পাশে ছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও পাওলো দিবালা। শুরু থেকেই আধিপত্য বিস্তার করা আর্জেন্টিনাই প্রথম গোল হজম করে। ৩৪তম মিনিটে উরুগুয়ের পক্ষে গোল করেন কাভানি। মিনিট চারেক পরেই বল জালে জড়ায় আর্জেন্টিনা। কিন্তু হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায় দিবালার গোল। ম্যাচের ৬৩তম মিনিটে খেলায় সমতায় ফেরে আর্জেন্টিনা। মেসির ফ্রি কিকে হেডে গোল করেন সার্জিও আগুয়েরো। তবে পাঁচ মিনিট পর আবার লিড নেয় কোচ অস্কার তাবারেজের দল। ৬৮তম মিনিটে মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ ২-১ গোলে এগিয়ে দেয় উরুগুয়েকে। ফ্রি কিক থেকে গোলটি করেন সুয়ারেজ। ম্যাচের যোগ করা সময়ে ডিবক্সের মধ্যে উরুগুয়ের মার্টিন কাসেরেস হ্যান্ডবল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। ৯২তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন পাঁ বারের ব্যালন ডি অর জয়ী মেসি। জাতীয় দলের জার্সিতে এটি মেসির ৭০তম গোল। এ নিয়ে টানা ৭ ম্যাচে অপরাজিত কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ম্যাচশেষে স্কালোনি  বলেন, ‘ঠিক এই মুহূর্তে দলের ফলাফলের দিকে লক্ষ্য করলে আমি বলবো, এটা ভালো। আর খেলার বিষয়ে বলবো, আমাদের আরো উন্নতি করার জায়গা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুযোগ পাচ্ছে সে ভালো খেলছে। এখন আমাদের নিজেদের ভুলগুলো খুঁজে ঠিক করে নিতে হবে। সামনের বছর বিশ্বকাপের বাছাইপর্বের খেলা আছে। দক্ষিণ আমেরিকা থেকে কোয়ালিফাই করা সবচেয়ে কঠিন। তবে আমরা ভালো অবস্থানে আছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর