× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজারে স্বাভাবিক জীবনে ফিরছে শতাধিক দস্যু

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২০ নভেম্বর ২০১৯, বুধবার

মহেশখালী-কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ার শতাধিক দস্যু-অস্ত্র কারিগরকে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নিয়েছে পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরে চলা এ উদ্যোগের সফল বাস্তবায়ন হবে ২৩শে নভেম্বর। এদিন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন দস্যু ও অস্ত্র-কারিগররা। কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে হবে আত্মসমর্র্পণ অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে অস্ত্র, গোলাবারুদ জমা দিতে সম্মত হয়েছেন এসব দস্যু ও অস্ত্র কারিগররা। কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে থাকবেন। তিনি আরো জানান, ২৩শে নভেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কাজ করছেন তারা।
আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার দস্যু ও অস্ত্র কারিগরদের রাষ্ট্রীয় উদ্যোগে প্রণোদনাসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানান জেলা পুলিশে সর্বোচ্চ এ কর্তাব্যক্তি। এদিকে আত্মসমর্পণ করার জন্য ইতিমধ্যে সেফহোমে চলে এসেছেন কালারমারছড়ার আলোচিত জিয়া বাহিনীর জিয়াউর রহমান জিয়া ও তার বাহিনীর সদস্য মানিক, আয়াতুল্লাহ, আব্দুস শুক্কুর, সিরিপ মিয়া, একরাম, নাজেম উদ্দিন, আয়ুব আলী, সিরাদোল্লাহ, সাদ্দাম, বশিরসহ অন্তত ১৫ জন। কালামারছড়ার কালা জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম, সদস্য আবুল, সোনা মিয়া, জমির উদ্দীনসহ প্রায় ১৫ জন। একই ইউনিয়নের নোনাছড়ি মোহাম্মদ উল্লাহ বাহিনীর প্রধান মোহাম্মদ আলী, সেকেন্ড ইন কমান্ড করিম ওরফে বদাইয়া, এরফান, রফিকসহ ১৫ জন। উত্তর নলবিলার মুজিব বাহিনীর প্রধান মজিবুর রহমান প্রকাশ শেখ মুজিব। হোয়ানকের শীর্ষ জলদস্যু ও অস্ত্র কারিগর আলোচিত আয়ুব আলী বাহিনীর প্রধান আয়ুব আলী। তার সঙ্গে চলে এসেছে তার বাহিনীর আরো ২০ সদস্য। কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর কালু বাহিনীর প্রধান মো. কালু প্রকাশ গুরা কালুসহ তার বাহিনীর ১৫-২০ জন। এছাড়া মহেশখালীর সোনাদিয়ার বেশ কয়েকজন জলদস্যু অস্ত্রশস্ত্র নিয়ে সেফহোমে চলে এসেছে। একই অনুষ্ঠানে দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করবে উখিয়া-টেকনাফের অর্ধশত ইয়াবা কারবারি। এসব ইয়াবা কারবারিরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইয়াবা ও অস্ত্রশস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার কথা রয়েছে। ২০১৮ সালের ২০শে অক্টোবর মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। এরপর চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। এসব ইয়াবা কারবারি, দস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর