× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহের মামলার রায় ২৮শে নভেম্বর

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, বুধবার

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৮শে নভেম্বর। মঙ্গলবার তিন বিচারকের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়ে অনলাইন ডন জানাচ্ছে, পারভেজ মোশাররফের আইনজীবী কোথায় তা আজ জানতে চেয়েছেন বিচারপতি ওয়াকার আহমেদ শেঠ। এ সময় আদালতের স্পেশাল রেজিস্ট্রার তাকে জানান যে, উমরাহ হজ করতে গিয়েছেন আইনজীবী। এমন বক্তব্যের প্রেক্ষাপটে বিচারক ওয়াকার আহমেদ শেঠ বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীকে তিনবার তার বক্তব্য আদালতে পেশ করার সুযোগ দেয়া হয়েছে। আজ ছিল তৃতীয় দিন। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এ অবস্থায় আদালতের কর্মকাণ্ড কিছু সময়ের জন্য মুলতবি থাকে।
এরপর আদালত ঘোষণা করে যে, আগামী ২৮শে নভেম্বর এ মামলার রায় দেয়া হবে। তবে পারভেজ মোশাররফের আইনজীবীরা ২৬শে নভেম্বর পর্যন্ত তাদের যুক্তিতর্ক লিখিত আকারে জমা দিতে পারবেন। আজকের শুনানিতে আদালতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব। কারণ, তাকে গত ২৪শে অক্টোবরের শুনানিতে সমন পাঠানো হয়েছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর