× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেরিঘাটে নৌকাডুবি, নিখোঁজ ১

বাংলারজমিন

পিরোজপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার

পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ফেরিঘাটে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে টুম্পা নামের এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরো ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে কাউখালী-নেছারাবাদ (স্বরূপকাঠি) সড়কের আমড়াজুড়ি ফেরিঘাটের খেয়া পারাপারের সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্ব আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষা শেষ হলে সন্ধ্যা নদীর অপর প্রান্তের আসোয়া আমড়াজুড়ির ছাত্র-ছাত্রীরা একসঙ্গে নৌকায় উঠে পড়লে নৌকাটি দড়ি ছিঁড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পাঁচটি মোটরসাইকেল নদীতে পড়ে যায়।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চলছে। টুম্পা নামের এক পিএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। তবে নৌকায় থাকা বাকি যাত্রী ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর