× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

৩২ বছরে এমপিওভুক্ত হয়নি ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়

বাংলারজমিন

মাহবুবুর রহমান, ভেদরগঞ্জ (শরীয়তপুর) থেকে
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

 দীর্ঘ ৩২ বছরেও এমপিওভুক্ত হয়নি  শরীয়তপুরের ভেদরগঞ্জের এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় ২য় স্থান পাওয়া  ছয়গাঁও ইউনিয়নের ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় হতাশ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রায় ৪শ’ শিক্ষার্থী অধ্যয়নরত ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি স্থাপনার পর থেকেই শিক্ষার মান বাড়তে থাকে। এ বিদ্যালয়টি জেলার তিনটি উপজেলার সীমানার প্রত্যন্ত গ্রামে থেকে মেধাবী ছাত্র-ছাত্রীরা কম সময় ও স্বল্প খরচে পড়াশোনা করতে পারছে। ফলে কমেছে এলাকার শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা। এ বিদ্যালয়টি ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীরা তিলে তিলে তাদের পরিশ্রম দিয়ে দাঁড় করিয়েছেন।  এ ব্যাপারে ভেনপা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান বলেন, ভেদরগঞ্জ উপজেলার ২য় স্থান পাওয়া সরকারি চাহিত শর্তমাফিক শিক্ষক-কর্মচারী রয়েছে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একাডেমিক স্বীকৃতি পায়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে এমপিওভুক্ত হয় এবং ২০১২ সালে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়।
এদিকে ভেনপা নাছির উদ্দিন উচচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এড. সুলতান মাহমুদ (সীমন) বলেন, আমি বিদ্যালয়টির এমপিওভুক্তি না হওয়ার কোনো কারণ দেখছি না। এমপিওভুক্ত হতে হলে শিক্ষাথীর সংখ্যা লাগে ২৫০ জন, আমাদের রয়েছে ৩৯৩ জন শিক্ষার্থী। পরীক্ষার সংখ্যা লাগে ৪০% সেখানে আমাদের পরিপূর্ণতা রয়েছে। আমাদের পাসের হার ২০১৫ সালে ৯৩.১০%, ২০১৬ সালে ৬৬.৬৭%, ২০১৭ সালে ৪৬.৩৪%, ২০১৮ সালে ৯২.৪৭% এবং ২০১৯ সালে ৭৬.৪৭%। সব শর্ত পূরণ করেও কেন যে  আমরা এমপিও পেলাম না এটা আসলে আমার বোধগম্য নয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর