× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস

বাংলারজমিন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

পঞ্চগড়ের আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের উদ্যোগে গতকাল উপজেলার নিজস্ব কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাসহ সশস্ত্র পতাকা উত্তোলন করা হয়। পরে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. তমিজ উদ্দীনের সভাপতিত্বে সশস্ত্র বাহিনী দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তফা কামাল, তাহেরুল ইসলাম, কর্পোরাল রেজাউল, আব্দুল আলী প্রমুখ। বক্তারা বলেন- ১৯৭১ সালের ২১শে নভেম্বর এই দিনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী, মুক্তি বাহিনীর সদস্যরা এবং ভারতীয় মিত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। ফলশ্রুতিতে মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় অর্জন হয়।
বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। আলোচনার পর মিলাদ শেষে সশস্ত্র বাহিনীসহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা বর্তমানে বেঁচে আছেন তাদেরসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মো. তাহেরুল ইসলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর