× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সশস্ত্র বাহিনী দিবসের যুদ্ধজাহাজ ‘অদম্য’ এখন চাঁদপুরে

বাংলারজমিন

চাঁদপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘অদম্য’ এখন চাঁদপুরে এসে অবস্থান করেছে। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর পুরাতন লঞ্চঘাট বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অদম্য’ সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আগে গত বুধবার যুদ্ধজাহাজটি সর্বসাধারণের জন্য খোলা থাকবে মর্মে শহরে মাইকিং করা হয়েছে। চাঁদপুর বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার আরিফুল ইসলাম জানায়, যুদ্ধজাহাজটি চট্টগ্রাম নৌ আঞ্চলিক বহরের একটি যুদ্ধজাহাজ। খুলনা শিপইয়ার্ডে দেশের প্রথম ৫টি যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছিল। তার একটি বানৌজা ‘অদম্য’। এটি ২০১৩ সালের ২৩শে ডিসেম্বর কমিশনপ্রাপ্ত হয়।
কমিশনপ্রাপ্তির পর থেকে নিরবচ্ছিন্নভাবে সমুদ্র ও সমুদ্র উপকূলে চোরাচালান, জলদস্যু দমন, অস্ত্রপাচার প্রতিরোধ, জাটকা নিধন বন্ধ, দুর্যোগপূর্ণ সময়ে সহায়তা ও ত্রাণ সহায়তার কাজ করে আসছে। এই যুদ্ধজাহাজে ৪ জন অফিসার ও ৬৫ জন নাবিক কাজ করেন। চট্টগ্রাম, খুলনা, চাঁদপুর, বরিশাল ও ঢাকায় প্রতি বছর ২৬শে মার্চ, ২১শে নভেম্বর ও ১৬ই ডিসেম্বর- এই তিনদিন জনসাধারণ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পান।
জাহাজটির দৈর্ঘ ৫১ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার।
এতে দুটি বড় (৬৭ মি. মিটার) ও দুটি ছোট (২০ মি. মিটার) কামান রয়েছে। বড়টি দিয়ে সাড়ে ৬ মাইল দূরে কামানের গোলা ছোড়া যায়। অপরদিকে ছোট কামান দিয়ে ৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর