× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

চ্যানেল আইতে ‘সাঁতার’
বারোমাসী অভাবী পরিবারের সন্তান মালা। শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি। দিশেহারা পরিবার। অথচ মালার চোখে খেলা করে আম বাগানে ঢিল  ছোঁড়া, পাখির বাসা খোঁজা, গাঁয়ের পথে অবাধ দৌঁড়, জলে ঝাঁপাঝাঁপি, স্কুলের দূরন্ত শৈশব। উড়োজাহাজের শব্দ তাকে খুব টানে। পাখির মতো উড়তে চায় মন। জীবনের আলো নিভে যাওয়ার আগে মালার শেষ ইচ্ছে পূরণে ব্যস্ত মা-বাবা। মেয়ের রঙিন স্বপ্নগুলো দিন দিন ফ্যাকাসে হতে থাকে।
বাবা-মা-দাদী-ফুপু কোনো চেষ্টাই বাকি রাখে না মালাকে বাঁচাতে। চোখের সামনে ক্ষয়ে যাচ্ছে সন্তানের আয়ু। টাকার কাছে মানুষ যে কত অসহায় তারই চিত্র বিম্বিত হয়েছে ‘সাঁতার’ টেলিছবিতে। আজ দুপুর ২টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিছবিটি। তুষার কান্তি সরকারের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চম্পা, দিলারা জামান, আইরিন তানি প্রমুখ।
একুশে টিভিতে ‘ভালো থাকা যায়’
মানুষের জীবনে হতাশা কিংবা ব্যর্থতা কেন বা কি করণীয়, কোন পথেই বা রয়েছে এর উত্তরণ? বিশ্লেষণধর্মী এই সকল বিষয় নিয়ে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের অংশগ্রহণে উদ্দীপনামূলক অনুষ্ঠান ‘ভালো থাকা যায়’। মুনিরা ইউসুফ মেমীর উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় প্রতি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।
এনটিভিতে ‘শহরালী’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শহরালী’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, চাঁদনী প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর