× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সীতাকুণ্ডে প্রবাসীর প্রাইভেটকার চুরি

বাংলারজমিন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

 সীতাকুণ্ড ছোটকুমিরা বাজার এলাকা থেকে এক প্রবাসীর একটি সাদা রঙের প্রাইভেটকার চুরি হয়েছে। চুরির ঘটনায় গতকাল সকাল ১১টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় প্রবাসী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, কুমিরা এলাকার বাসিন্দা প্রবাসী সালাহউদ্দিন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এলাকার ওয়ালটনের পার্শ্বে তার নিজস্ব ওয়ার্কসপ থেকে একটি সংঘবদ্ধ চোরচক্র তার প্রাইভেট কারটি চুরি করে নিয়ে যায়। প্রবাসী সীতাকুণ্ড মডেল থানায় একটি চুরির মামলা করেন। তিনি বলেন, প্রতিদিনের মতো তার টয়োটা এক্স করোলা সাদা রঙের প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-গ ১২-২১১২ রেখে বাড়িতে ঘুমোতে যান। পরে সকালে এসে দেখেন কারটি ওয়ার্কসপে নেই। তিনি আরো বলেন, গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি সিসিটিভি ফুটেজে দেখা যায়। কারটি উদ্ধারের জন্য তিনি হাইওয়ে পুলিশের সহায়তাই দুই জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।
গাড়িটি নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকায় গিয়ে দেখা গেছে চাঁদপুরের দিকে চলে যাচ্ছে। কারটির পিছনের নাম্বার প্লেট ফেলে দেওয়া হয়েছে যাহা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান বলেন, এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে আশা করছি অল্পদিনের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর