× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফখর উদ্দীন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

কুলাউড়া উপজেলার (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, উপজেলা পর্যায়) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখর উদ্দীন। ধাপে ধাপে পরীক্ষার পর গত বুধবার এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি বিষয়ভিত্তিক (ইংরেজি) প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে বেশ সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন মেধাবী এই শিক্ষক। ছাত্রজীবনেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। এদিকে ওই উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন ভূঁইয়া, সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মো. আবদুল কাদির, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মমতাজ সুলতানা, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর