× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় মামলা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২২ নভেম্বর ২০১৯, শুক্রবার

 নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বাতেন মৃধা জানান, বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জেলা শহরের টাউন হল গণপূর্ত অফিসের সামনে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সমর্থক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল গ্রুপের মিছিল মুখোমুখি হলে দু’পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় সুধারাম থানা পুলিশের মোবাইল গাড়ি নং ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৪৪ পুলিশ ফোর্স সহ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ঘটনাস্থলে পৌঁছলে আওয়ামী লীগের সমর্থকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পুলিশ এ সময় আত্মরক্ষা ও সরকারি গাড়ি রক্ষার জন্য ৩৩ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে বুধবার রাতে উপ-পুলিশ পরিদর্শক আবদুস শুক্কুর বাদী হয়ে ১৫০ জন অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় সরকারি গাড়ি ভাঙচুর, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে মামলা করেছে। মামলা নং-২৬।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর