× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মহাবিপ্লবী অরবিন্দ ঠাকুর স্মরণে কিশোরগঞ্জে আলোচনা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৭ ডিসেম্বর ২০১৯, শনিবার

জাতীয় শিক্ষার প্রথম উদ্যোক্তা তথা মহাবিপ্লবী ঋষি অরবিন্দ ঠাকুর স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা ও তাঁর স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আখড়াবাজারে শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার প্রধান ফটকের দেয়ালে অরবিন্দ ঠাকুরের স্মৃতি ফলক উন্মোচন করা হয়। পরে আখড়া প্রাঙ্গণে জেলা প্রশাসক ও আখড়ার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র আইনজীবী অশোক সরকারের সঞ্চালনায় শ্রী অরবিন্দ ঠাকুরের স্বদেশপ্রেম নিয়ে বিশদ আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার (কলকাতা-ভারত) সেন্টারের প্রধান শ্রী লেখা মজুমদার, ঢাকা সেন্টারের সম্পাদক অমিয় মুখার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ। এ সময় প্রয়াত কমরেড অজয় রায়ের স্ত্রী নারীনেত্রী জয়ন্তী রায়, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, শ্যামসুন্দর জিউর আখড়ার সাধারণ সম্পাদক শুভংকর পাল অপু, হিন্দু ধর্মীয় নেতা মানিক রঞ্জন দেসহ শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার (কলকাতা-ভারত) সেন্টারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর