× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলতে বাধা দেয়ায় থানায় অভিযোগ দিলো শিশু

বাংলারজমিন

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০১৯, শনিবার

মাঠে খেলতে বাধা দেয়ায় কয়েকজন নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন আবদুল কাদেরী নামে এক শিশু। ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হয়েছে। শিশুটি নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আবদুল কাদেরের ছেলে। তার অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে খেলা করতে যায় শিশু কাদেরীসহ তার বন্ধুরা।  এ সময় পার্শ্ববর্তী মহল্লার মমতাজ বেগম ও মাসুদা বেগম নামের দুই গৃহকর্মী। তারা অশ্লীল ভাষায় কাদেরীকে গালিগালাজ করে এবং মাঠে যেন আর খেলতে না আসে এজন্য হুমকি দেন। এরই প্রেক্ষিতে অভিযোগ দিতে নাচোল থানায় ছুটে যায় কাদেরী। সেখানে দায়িত্বরত ওসি (তদন্ত) মাহবুবুর রহমান তার অভিযোগটি শোনেন। এ সময় শিশু কাদেরী অঝোরে কাঁদতে থাকে।
ওসি ঘটনাটি বিস্তারিত শুনে ডেকে পাঠান অভিযুক্তদের। পরে উভয়পক্ষের কথা শুনে সমস্যার সমাধান করে দেন। এতেই খুশি হয়ে বাড়ি ফিরে যান অভিযোগকারী শিশু কাদের। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এত ছোট বয়সে শিশুটি থানায় অভিযোগ করায় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। শিশুদের থানায় এসে অভিযোগ করা চাঁপাই নবাবগঞ্জে এটিই প্রথম ঘটনা। তারপরও তার অভিযোগটি সমাধান করে দিতে পেরে উপস্থিত সবাই আনন্দিত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর