× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আরেক কীর্তির সামনে লিভারপুল

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০১৯, শনিবার

প্রিমিয়ার লীগে আজ বোর্নমাউথকে হারালে ৩২ বছরের পুরনো এক কীর্তি স্পর্শ করবে লিভারপুল। ১৯৮৭ সালে লীগে ২৮ জয়ের কীর্তি গড়েছিল তারা। এক পঞ্জিকাবর্ষে যা অলরেডদের সর্বাধিক জয়ের রেকর্ড। এ বছর ২৭ ম্যাচ জিতেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল। গত বছরও ২৭ ম্যাচ জিতেছিল লিভারপুল।
চলতি মৌসুমে এখনো লীগে অপরাজিত লিভারপুর। ১৫ ম্যাচে ১৪টিতেই জিতেছে অলরেডরা। নিজেদের সবশেষ ম্যাচে নগর প্রতিপক্ষ এভারটনকে ৫-২ গোলে উড়িয়ে দেয় দলটি। আর বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলের রেকর্ড বরাবরই ভালো।
মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচ ম্যাচে চার জয় কুড়ায় প্রিমিয়ার লীগের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারীরা। এর মধ্যে বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে দু’বার ৪-০ ব্যবধানের জয় রয়েছে তাদের।
আজ ইংলিশ প্রিমিয়ার লীগে মাঠে নামছে চেলসিও। স্বাগতিক এভারটনের বিপক্ষে লড়বে তারা। মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের কাছে হারের পর চাকরি খুইয়েছেন এভারটন কোচ মার্কো সিলভা। অর্ন্তবর্তীকালীন কোচ ডানকান ফার্গুসনের অধীনে আজ চেলসির বিপক্ষে নামবে এভারটন। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার খেলবে বার্নলির বিপক্ষে। কোচ হোসে মরিনহোর অধীনে টানা তিন জয়ের পর গত ম্যাচে হার দেখে টটেনহ্যাম। মরিনহোর সাবেক ক্লাব ম্যানইউর মাঠে ২-১ গোলে হারে স্পাররা। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে দলটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর