× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসিএসডি-এর ডিজিটাল মিডিয়া অ্যাডভাইজার হলেন মিঠুন মোস্তাফিজ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) ডিসেম্বর ৭, ২০১৯, শনিবার, ১:২০ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভলপমেন্ট- আইসিএসডি- এর ডিজিটাল মিডিয়া এডভাইজার নিযুক্ত হলেন বৈশাখী টেলিভিশনের সাবেক কনসালট্যান্ট, নিউজ ও এসাইনমেন্ট এডিটর ড. মিঠুন মোস্তাফিজ। শুক্রবার আইসিএসডি সদর দপ্তর অস্ট্রেলিয়া থেকে সংস্থার  প্রেসিডেন্ট মনোহর পাওয়ার স্বাক্ষরিত এই নিয়োগপত্র হস্তান্তর করা হয়। আগামী দু বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়। এর আগে, গত ২৩শে নভেম্বর যুক্তরাষ্ট্রের ডেনভারে আইসিএসডি-এর নির্বাহী বোর্ডের সভায় তাঁর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। ড. মিঠুন মোস্তাফিজ বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সপ্তম আইসিএসডি’র দ্বি-বার্ষিক বাংলাদেশ সম্মেলনের আয়োজক কমিটির অন্যতম সদস্য ড. মিঠুন মোস্তাফিজের কার্যকরী ভূমিকার প্রশংসা করেন আইসিএসডি প্রেসিডেন্ট ড. মনোহর পাওয়ার। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এই উন্নয়ন বিশেষজ্ঞ জোটের কর্মকান্ডের বৈশ্বিক প্রচার এবং প্রসারে তার একাডেমিক দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা আইসিএসডিকে আরো সমৃদ্ধ করবে। উল্লেখ্য, বিশ্বের ৫৪টি দেশের একাডেমিশিয়ান, উন্নয়ন বিশেষজ্ঞ ও গবেষকদের সামাজিক উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক জোট- আইসিএসডি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর