× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভে পুলিশি বাধা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ ডিসেম্বর ২০১৯, সোমবার

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের শুরুতে শহরের চৌমুহনা এলাকায় পুলিশের বাধার মুখে পড়লেও পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। গতকাল মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে শহরের চৌমুহনা পয়েন্ট থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আশিক মোশাররফ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিজাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরহাদ রশিদ, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু পৌর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর