× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

হ্যাটট্রিকে রোনালদোকে ছাড়িয়ে মেসি

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০১৯, সোমবার

ন্যু ক্যাম্পে ব্যালন ডি অর ট্রফি নিয়ে ঢুকলেন লিওনেল মেসি। দর্শকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন মর্যাদার খেতাবটা। এরপর তাদের মাতালেন ফুটবল উন্মাদনায়। মেসির ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি অর উদযাপিত হলো হ্যাটট্রিকে। আর লা লিগার ম্যাচে বার্সেলোনার কাছে মায়োর্কা উড়ে গেল ৫-২ গোলে। শনিবার হ্যাটট্রিকে নতুন রেকর্ডে নাম উঠলো মেসির। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এখন স্পেনের শীর্ষ লীগের সর্বাধিক হ্যাটট্রিকের মালিক তিনি। বার্সেলোনার হয়ে ৪৬২ ম্যাচে ৩৫ হ্যাটট্রিক করেছেন এই খুদে জাদুকর।
রিয়াল মাদ্রিদের হয়ে ২৮৮ ম্যাচে ৩৪ হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এ জয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগার শীর্ষ স্থান পুনরুদ্ধার করলো বার্সেলোনা। ১৫ ম্যাচে ১১ জয়ে বার্সার সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে নেন ফরাসি তারকা গ্রিজম্যান। ১৭তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূর পাল্লার শটে ব্যবধান বাড়ান মেসি। ৪১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করেন বক্সের বাইরে থেকে। এরপর ৮৩তম মিনিটে পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারের ৪৭তম হ্যাটট্রিক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির হ্যাটট্রিক দাঁড়ালো ৫৩টি। মাঝে ৪৩তম মিনিটে মায়োর্কার জালে বল পাঠান লুইস সুয়ারেজ। অতিথিদের হয়ে দুটি গোলই করেন আন্তে বুদিমির। হ্যাটট্রিকের সুবাদে চলতি মৌসুমে লা লিগার সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন মেসি। ছয় ব্যালন ডি’অরজয়ী তারকা এখন পর্যন্ত করেছেন ১২ গোল। ১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা। আর ৮ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। একমাত্র খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৪ মৌসুমে অন্তত ১০ দল গোল করেছেন মেসি। আর চলতি মৌসুমে বক্সের বাইরে থেকেই তার পা থেকে এসেছে ৭ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে যা সর্বোচ্চ। ৪টি করে গোল করে দ্বিতীয় স্থানে আছেন ক্যালিয়ারির বেলজিক তারকা রাদইয়া নাইনগোলান ও লাইপজিগের অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিটজার।
লা লিগায় সর্বাধিক হ্যাটট্রিক
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৩৫
রোনালদো (পর্তুগাল): ৩৪
তেলমো জারা (স্পেন): ২৩
ডি স্তেফানো (আর্জেন্টিনা): ১৯
মুন্দো (স্পেন): ১৯
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর