× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাঙ্গায় ইউএনও’র অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

  ফরিদপুরের ভাঙ্গায় ইউএনওর অপসারণের দাবিতে গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মোতালেব। সাইফুর রহমান মিরন বলেন, ভাঙ্গা উপজেলায় দায়িত্বরত ইউএনও মুকতাদিরুল আহমেদ ভাঙ্গায় যোগদানের পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এছাড়া তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরও নানা ভাবে অবজ্ঞা করে আসছেন। তিনি বলেন ইউএনও সার্বক্ষণিক স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে আঁতাত করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রতিক্ষেত্রে অবজ্ঞা ও অবমূল্যয়ন করায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকল কার্যক্রমে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া ইউএনও মুকতাদিরুল আহমেদকে যতদিন ভাঙ্গা থেকে অপসারণ করা না হবে ততদিন উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা বিরত থাকবেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর