× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যারাডোনাকে ক্ষতিপূরণ দিলো ‘ফ্যাশন হাউস’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

ফুটবলার লিজেন্ড দিয়েগো ম্যারাডোনাকে ক্ষতিপূরণ দিচ্ছে বিখ্যাত ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানা। ফ্যাশন শোতে আর্জেন্টিনার মহাতারকা ম্যারাডোনার নাম ব্যবহার করায় ডলচে অ্যান্ড গাবানাকে ৭০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন মিলানের আদালত। আর অ্যাটর্নির ফি হিসেবে আরও ১৩ হাজার ইউরো দেয়ার নির্দেশ দেয়া হয়। বুধবার সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ইতালির নেপলসে অনুষ্ঠিত ডলচে অ্যান্ড গাবানার শোতে ম্যারাডোনার নাম ও ১০ নম্বর মুদ্রিত আর্জেন্টিনার জাতীয় দলের জার্সির আদলে তৈরি জার্সি পরে এক মডেল ক্যাটওয়াক করেন। তবে এই শোয়ের ব্যাপারে ম্যারাডোনার পূর্বানুমতি ছিল না বলেই জানিয়েছেন তার আইনজীবী উলিসে কোরেয়া। ম্যারাডোনার প্রতি তাদের শ্রদ্ধার নিদর্শন হিসাবে এটা করা হয়েছিল বলে ফ্যাশন হাউজটির পক্ষ থেকে জানানো হয়। তবে ম্যারাডোনার আইনজীবী এটাকে ডলচে অ্যান্ড গাবানার বিপণন কৌশল হিসাবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বিক্রি বাড়ানোর চেষ্টা করেছে। বিচারপতি পাওলা জানদলফি রায়ে বলেছেন, ম্যারাডোনা অনবদ্য ফুটবল নৈপুণ্যের সমার্থক।
ফলে তৃতীয় কেউ অনুমতি ছাড়া তার নাম ব্যবহার করতে পারে না। রায়ের পর ম্যারাডোনা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, রায় যথার্থই হয়েছে। কারণ আমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন অবশ্যই দারুণ ব্যাপার। তবে তারা আমার অনুমতিটা অন্তত নিতে পারতো। এই মামলায় ক্ষতিপূরণ হিসাবে ম্যারাডোনা দশ লাখ ইউরো দাবি করলেছিলেন।  কিন্তু আদালতে ম্যারাডোনার সে দাবি পূরণ হয়নি কারণ, ওই রকম ডিজাইনের কোনো পোশাক তৈরি করে বাজারজাত করেনি ডলচে অ্যান্ড গাবানা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর