× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বিপিএলে ফিরে ‘যা’ বললেন মাহমুদুল্লাহ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল ব্যাট হাতে করেন ১৫ রান। জয় পায় তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে চট্টগ্রামের শুরুর দুই ম্যাচে অধিনায়কত্ব করেন ক্যারিবীয় তারকা রায়াদ এমরিত। প্রথম ম্যাচ জয় ও পরেরটিতে হার দেখে দল। গতকাল রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেট জয় দেখে চট্টগ্রাম। আর জয় শেষে  সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল ছাড়াও কথা বলেন ক্রিকেটের নানা বিষয়ে। উঠে আসে নিষধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গও-
ইনজুরির অবস্থা
আলহামদুলিল্লাহ ইনজুরি ভালোভাবে রিকভারি হয়েছে।
আমি চাচ্ছিলাম শতভাগ ফিট হয়ে মাঠে নামতে। সবাই খুব ভালো পারফর্ম করেছে, আর দল হিসেবে আমরা ভালো পারফর্ম করেছি বিধায় ভালো লাগছে।
নিজের আউট
ব্যক্তিগতভাবে আমি এতে হতাশ। আমি চাচ্ছিলাম ইমরুলকে নিয়ে শেষ করে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত যে বলে আউট হয়েছি আমার মনে হয় রান করার ভালো সুযোগ ছিল।
দেশী খেলোয়াড়দের পারফরম্যান্স
প্রথমটা হচ্ছে আমরা তিন ম্যাচে দুইটা জয় পেয়েছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিবে যখন আমরা চট্টগ্রামে যাবো। সেখানে উইকেট সবসময়ই ভালো থাকে এবং আমরা চেষ্টা করব জয়ের ধারা যেন ধরে রাখা যায়। টি-টোয়েন্টি ক্রিকেট এমন, আপনি যদি মোমেন্টাম হারিয়ে ফেলেন সেটা ফিরে পেতে খুব কঠিন হয়ে যায়। আমরা দল হিসেবে ভালো খেলেছি, বিশেষ করে বোলাররা ডেথ ওভারে দারুণ করেছে। মাত্র ৩টা ম্যাচ হয়েছে। আমাদের দলে ইমরুল খুব ভালো ব্যাটিং করছে, মোস্তাফিজকে যখন খেলছিলাম সে ভালো বোলিং করেছে। ওর সঙ্গে কথাও হয়েছে, সে কঠোর পরিশ্রম করছে। তামিম রান পেয়েছে, মুশফিক রান পাচ্ছে। নাঈম ভালো ব্যাটিং করেছে, দারুণ একটি ইনিংস খেলেছে। আমরা মনে হয় আমরা সঠিক পথে আছি।
বিপিএলের উইকেট
আমি তো একটা ম্যাচ খেললাম। আজকের উইকেটটা ব্যাটিং করার জন্য দারুণ ছিল। স্পিনারদের জন্য আহামরি সুবিধা ছিল না কিন্তু আপনি যদি হার্ড লেংথে হিট করতে পারেন তবে বাড়তি বাউন্স বা সিম মুভমেন্ট পেতে পারেন।
অধিনায়কত্ব নিয়ে
আমি দায়িত্ব পেলে শতভাগ দিয়ে চেষ্টা করব। লাস্ট সিরিজে ছিলাম। নেক্সট সিরিজে যদি দায়িত্ব পাই তাহলে চেষ্টা করবো যে যে জায়গায় আমাদের ঘাটতি আছে সেগুলো বের করে প্রপার ক্রিকেট খেলতে পারি। শেষ সিরিজে ভারতের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। যদিও সিরিজটি আমরা জিততে পারিনি টি-টোয়েন্টিতে।
সাকিবের সঙ্গে তুলনা
সাকিবের সঙ্গে যদি নিজেকে পরিমাপ করতে যাই তাহলে সেটা ঠিক হবে না। একজন সাকিব এক জেনারেশনে পাওয়া খুব কঠিন। আমরা সবাই জানি, ও কতটুকু ক্যাপাবল অর ক্রিকেটিং স্কিল বা ব্রেইন স্কিল দিয়ে। আমি চেষ্টা করব। ওর মতো বোলিংয়ে যদি অবদান রাখতে পারি, তাহলে খুশি হবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর