× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘মাঠের বাইরের ইস্যু ফর্মে প্রভাব ফেলেছিল’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার

মাঠের বাইরের ঘটনার জন্য ম্যাচে নিজের সেরাটা দিতে পারছেন না ইংলিশ ফুটবলার জেসি লিনগার্ড- নিজেই এমন কথা বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফুটবলার। ম্যানইউর  জার্সিতে শেষ ২০ ম্যাচে কেবল একটি গোল করেছেন তিনি। তবে এই মিডফিল্ডারের বিশ্বাস, এবার ম্যাচে নিজের সেরাটা খেলতে পারবেন তিনি। আর এজন্য ম্যানইউ বস ওলে গানার সুলশারকে কৃতিত্ব দিয়েছেন ইংলিশ এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি ভালো খেলতে পারছিলাম না। তবে তিনি (সুলশার) সবসময় আমার পাশে ছিলেন। তিনি আমায় বলেছেন, সব ঠিক হয়ে যাবে। আর সম্ভবত আমায় এটি বলার জন্য কোনো একজনের প্রয়োজন ছিল।
আমি এটা অনুভব করেছি মন থেকে সব দ্বিধা, দুঃখ ঝেড়ে ফেলা উচিত।’
লিনগার্ডের মা অসুস্থ হয়ে পড়ার পর তার ছোট দুই ভাই-বোনের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। আর এটি তার বাজে পারফরম্যান্সের মূল কারণ। লিনগার্ড বলেন, ‘আমি সাধারণত সবার মুখে হাসি ফোঁটাতে চাই। কিন্তু আমার পরিবর্তন কেউ নজর দিয়ে দেখেনি। আমার উপর যখন চাপ আসতে লাগলো। আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। আমার মনে হতে লাগলো, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এতে আমার দুঃখ বাড়তে লাগলো। মনে হতে লাগলো, সবাই আমাকে বলছে, তোমার সমস্যার মুখোমুখি তুমি একাই হও লিনগার্ড।’ এর আগ উয়েফা ইউরোপা লীগের ম্যাচে কাজাখস্তানের দল আসতানার বিপক্ষে ম্যাচে লিনগার্ডকে অধিনায়ক হিসেবে সুযোগ দেন ম্যানইউ কোচ সুলশার। আর বলেন, ‘আমি পুরনো লিনগার্ডকে ফিরে পেতে চাই।’ ম্যাচটি ২-১ গোলে হেরে গেলেও ১৯ ম্যাচ পর গোল পান লিনগার্ড। ম্যানইউয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৭ গোল করেছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর