× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

তরুণ সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই

বিনোদন

অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। নিজ স্টুডিওতে কাজ করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর সিটি হাসপাতালে আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। হাসপাতালটির ডিউটি অফিসার সাজেদুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত তিনটার দিকে তাকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তখন তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। জরুরি বিভাগে ভর্তির কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এদিকে পৃথ্বীরাজের কাছের বন্ধু গীতিকার যাযাবর রাসেল বলেন, গতকাল রাত ১০টার দিকে কাজ করার জন্য ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান পৃথ্বী। এরপর রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত তার স্ত্রী বারবার ফোন করলেও তিনি ফোন ধরছিলেন না। শুরুতে ধারণা করা হচ্ছিল, তিনি কাজ করছিলেন।
কিন্তু ফোনে রেসপন্স না করায় আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্বজনরা সেখানে যান। অনেকবার দরজা নক করেও ভেতর থেকে পৃথ্বীরাজের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় তিনি চেয়ারেই নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তাকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি পৃথ্বীরাজের পরিচালনায় শিল্পী রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ শিরোনামে গানটি জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কর্মরত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর