× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যাড়ম্যাড়ে ম্যাচে রঙ ছড়ালেন আবিদ-বাবর

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার

রাওয়ালপিন্ডিতে ম্যাড়ম্যাড়ে টেস্টে রঙ ছড়ালেন আবিদ আলী-বাবর আজম। অভিষেক টেস্ট খেলতে নামা আবিদ তুলে নেন শতক। গত মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে ১১২ রান করেন আবিদ। বাবর আজম ও ধনাঞ্জয়া ডি সিলভাও পান সেঞ্চুরির দেখা। পাকিস্তান প্রথম ইনিংসে ৭০ ওভারে ২৫২/২ তোলার পর ড্র হয় ম্যাচ। এর আগে ধনাঞ্জয়ার অপরাজিত ১০২ রানের সুবাদে ৩০৮/৬ সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
১০ বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত টেস্ট ম্যাচটি নিয়ে সবার যে উৎসাহ ছিল, বৃষ্টি আর আলোকস্বল্পার কারণে সেটি অনেকখানি মিইয়ে যায়। প্রথম দিনে ৬৮.১ ওভার, দ্বিতীয় দিন ১৮.২ ওভার, তৃতীয় দিন মাত্র ৫.২ ওভার মাঠে গড়ায়। চতুর্থ দিন এক বলও খেলা হয়নি।
আজ পঞ্চম দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভা ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেন। এরপরই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১৬৬ বলে ১৫ চারে ১০২ রানের ইনিংসটি সাজান ধনাঞ্জয়া। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদির শিকার ২টি করে উইকেট।
জবাবে দলীয় ৩ রানে শান মাসুদকে (০) হারায় পাকিস্তান। ৯২ রানের জুটি গড়ে বিদায় নেন অধিনায়ক আজহার আলী (৩৬)। তৃতীয় উইকেটে ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর-আবিদ। আবিদ ২০১ বলে ১১ বাউন্ডারিতে ১০৯ ও বাবর ১২৮ বলে ১৪ চারে ১০২ রানে অপরাজিত থাকেন। ক্যারিয়ারে ২৩ টেস্টে এটি বাবরের তৃতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। ম্যাচ সেরা হন আবিদ আলী।
টস: শ্রীলঙ্কা, ব্যাটিং
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৯৭ ওভারে ৩০৮/৬ ডিক্লে.
পাকিস্তান প্রথম ইনিংস: ৭০ ওভারে ২৫২/২
ফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: আবিদ আলী (পাকিস্তান)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর