× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

১৫ বছর বয়সী আফগানকে ডাকছে আইপিএল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সব রেকর্ড এক সময় ছিল পাকিস্তানের দখলে। এখন এসব রেকর্ড একে একে দখলে নিচ্ছে তাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান। রশিদ খান, মুজীব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাইদের সুবাদে একে এক সব রেকর্ড চলে যাচ্ছে তাদের দখলে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর নিলামে রাখা হয়েছে মাত্র ১৫ বছর বয়সী আফগান স্পিনার নুর আহমেদকে। আফগান এই চায়নাম্যান বোলার কদিন আগেই আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভারত সফর করেছেন। বয়সভিত্তিক দলের হয়ে এমন পারফরম্যান্স করেছেন যে আইপিএলের স্কাউটদের নজরে পড়ে গেছেন। সেটাও অস্বাভাবিক নয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্স দিয়েই আইপিএলে কোটি টাকার নিলামে উঠেছিলেন স্বদেশি মুজীব।
কিন্তু নুরের ঘটনার চমক অন্যখানে। এই বাঁহাতি লেগ স্পিনারের বয়স যে এখনো ১৫ পূর্ণ হয়নি! কাগজে-কলমে ২০০৫ সালের ১লা মার্চ জন্ম নুর আহমেদের। কাবুলের এই কিশোর গত মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন, তাতেই আইপিএলের নিলামে নাম উঠে গেছে তাঁর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজীব তো আগেই দুটি দলের সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়া আরও সাত আফগান ক্রিকেটারকে ডাকা হয়েছে নিলামে। এর মাঝে সবচেয়ে কম মূল্য অবশ্য নুরেরই। এখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় এই স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি। তবে একবার সবার নজরে পড়ে গেলে সে দরটা নিলামে বাড়তে সময় লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আগামী বছরের আইপিএলের নিলাম। প্রাথমিকভাবে ৯৭১ জন ক্রিকেটারের নাম থাকলেও পরবর্তীতে চূড়ান্তভাবে ৩৩২জন খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে। এতে ১৪৬ জন বিদেশি খেলোয়াড়। বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের নাম আছে নিলামে। সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহর সঙ্গে আরও ডাক পেয়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর