× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কেমন ছিল বিপিএল’র প্রথম পর্ব

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ। ঢাকায় প্রথম পর্বে ৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী রয়্যালস। তলানিতে রংপুর রেঞ্জার্স। গত কয়েক আসরের তুলনায় এবার প্রথম পর্বে চার-ছক্কার সংখ্যাটা বেশি। আগে ব্যাটিং করে ১০০’র নিচে গুটিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে একবার মাত্র। যদিও ২০০ ছাড়ানো কোনো ইনিংস দেখা যায়নি। আগামীকাল শুরু হচ্ছে আসরের চট্টগ্রাম পর্ব।  এ পর্বে হবে ১২ ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের অনুকূলে।
ক্রিকেটপ্রেমীদের আশা চট্টগ্রাম পর্বটা ক্রিকেটীয় বিনোদনে ভরপুর থাকবে। ঢাকা পর্বে সর্বোচ্চ দলীয় স্কোর ঢাকা প্লাটুনের ১৮২/৪। সিলেট থান্ডারের বিপক্ষে এই স্কোর গড়ে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮০/৭ রানের ইনিংসও তাদের। সর্বনিম্ন ৬৮ রান রংপুর রেঞ্জার্সের। এরপর সিলেট থান্ডারের ৯১। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস সিলেটের মোহাম্মদ মিঠুনের। আসরের প্রথম ম্যাচে ৮৪* রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। এরপর রয়েছেন রংপুরের মোহাম্মদ নাঈম (৭৮) ও কুমিল্লার দাসুন শানাকা (৭৫*)। সর্বাধিক ১১৭ রান চট্টগ্রামের ওপেনার ইমরুল কায়েস-চ্যাডউইক ওয়ালটনের। সিলেটের মিঠুন ১১২ ও ঢাকার তামিমের সংগ্রহ ১১০ রান। সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়েছেন ঢাকার থিসারা পেরেরা। ৪টি করে উইকেট শিকার রাজশাহীর অলক কাপালি, কুমিল্লার সৌম্য সরকার ও রংপুরের লেভিস গ্রেগরির। সেরা বোলিং ফিগার থিসারা পেরেরার ৫/৩০।
সবচেয়ে বেশি ৯ ছক্কা হাঁকিয়েছেন কুমিল্লার অধিনায়ক শানাকা। এরপর রয়েছেন ইমরুল (৮), ওয়ালটন (৬) ও চট্টগ্রামের আভিষ্কা ফার্নান্দো (৬)। চারের মারে এগিয়ে ঢাকার তামিম ও সিলেটের জনসন চার্লস। উভয়েই ১২টি করে চার মেরেছেন। রাজশাহীর লিটন দাস ১১ চার নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ব্যাটিং গড়ে সবার ওপরে লিটন (৮৩.০০)। স্ট্রাইকরেটে সেরা তিন-এ রহমানুল্লাহ গুরবাজ (২৬৩.১৫), শানাকা (২৩৪.৩৭) ও পেরেরা (২০৯.৬৭)।
দলগত ছক্কায় শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৯টি ছক্কা মেরেছেন চ্যালেঞ্জার্স ব্যাটসম্যানরা। এরপর রয়েছে ঢাকা প্লাটুন (১৮), কুমিল্লা ওয়ারিয়র্স (১৫), সিলেট থান্ডার (১৩), রাজশাহী রয়্যালস (৮), খুলনা টাইগার্স (৭) ও রংপুর রেঞ্জার্স (৭)। সর্বাধিক ৪২টি চার হাঁকিয়েছে ঢাকা। এরপর রয়েছে সিলেট (৩৬), কুমিল্লা (৩১), রাজশাহী (২৫), চট্টগ্রাম (২৩), খুলনা (১৬) ও রংপুর (১২)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর