× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চবিতে বার্ষিক নাট্যোৎসব শুরু কাল

শিক্ষাঙ্গন

চবি প্রতিনিধি
(৪ বছর আগে) জানুয়ারি ১৪, ২০২০, মঙ্গলবার, ৬:৫৮ পূর্বাহ্ন

‘মুক্তির চেতনায় শিল্পীত সৃজন’ প্রতিপাদ্যে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে চতুর্থবারের মতো এবারের বাৎসরিক উৎসবটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের নামে।

বিভাগ সূত্রে জানা যায়, এবারের নাট্যোৎসবে বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীতসহ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত। তবে বিকাল সাড়ে ৫টায় একই স্থানে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।

৩ দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্তমঞ্চ ও নাট্যকলা বিভাগের জিয়া হায়দার স্টুডিওতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে থাকছে ১১টি নাটক প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা।

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সম্মাননা দেয়া হবে এই উৎসবে।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি শামীম হাসান বলেন, চতুর্থবারের মতো বিভাগের আয়োজনে নাট্যোৎসব আয়োজন করা হচ্ছে। বর্ণিল উৎসবের সফল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করি।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর