× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আফগান অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান হলেন এক নারী

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার

আফগান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন (এএনএএফ)-এর প্রধান নির্বাচিত হয়েছেন এক নারী। তার নাম রোবিনা জালালি। চরম রক্ষণশীল দেশটিতে নারীরা ব্যাপক বৈষম্যের শিকার হয়ে আসছেন গত কয়েক দশক ধরে। তারই মধ্যে আগামী চার বছরের জন্য তিনি ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রোবিনা জালালি। এএনএএফ-এর নির্বাচনে ৩০ ভোটের সবক’টি জিতেছেন রোবিনা জালালি। ২০০১ সালে জঙ্গি গোষ্ঠী তালেবানের শাসনের পতনের পর তিনিই অলিম্পিক গেমসে অংশ নেয়া প্রথম আফগান নারী। ডয়েচে ভেলে জানিয়েছে, ২০০৪ ও ২০০৮ সালে তিনি অলিম্পিক গেমসে অংশ নেন। এমনকি ২০১০ সালে তিনি আফগান সংসদ নির্বাচনে অংশ নেন।
বর্তমান সংসদে কাবুল থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এ ছাড়া আফগান ন্যাশনাল অলিম্পিকেরও সদস্য তিনি। রোবিনা একজন মানবাধিকার কর্মীও। তিনি নারী ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। ২০০৮ সালের নভেম্বরে তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দুই স্কুলপড়ুয়া নারী শিশুকে এসিড নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান। আফগানিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের ৭৮ ভাগ গ্রামে থাকেন। পৃথিবীর সব থেকে দরিদ্র দেশগুলোর একটি আফগানিস্তান এবং সেখানকার নারীদের প্রায় সবাই-ই গৃহিণী। ১৯৬৪ সালে করা আফগানিস্তানের  সংবিধানে নারী সমতার কথা বলা আছে। কিন্তু নারীদের জন্য বৈষম্যপূর্ণ দেশগুলোর তালিকায় প্রথম দিকেই রয়েছে আফগানিস্তান। বিশেষ করে তালেবান শাসনামলে নব্বইয়ের দশকে নারী স্বাধীনতা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তালেবান পরবর্তী গণতান্ত্রিক শাসনামলে নারীদের অবস্থার উন্নতি হয়। সংসদে ২৫ ভাগ নারী প্রতিনিধি বাধ্যতামূলক করা হয়। অন্যান্য ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। সবমিলিয়ে দেশটিতে ২০ ভাগ নারী কর্মক্ষেত্রে ভূমিকা রাখছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর