× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বাংলাদেশকে ধন্যবাদ’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, রবিবার

বঙ্গবন্ধু বিপিএল শেষে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন খুলনা টাইগার্সের প্রোটিয়া ক্রিকেটার রাইলি রুশো। আর দর্শকদের প্রশংসা করলেন রাজশাহী রয়্যালসের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। এবারের বিপিএলের ফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়ে শিরোপা কুড়ায় রাজশাহী রয়্যালস। সর্বাধিক ৪৯৫ রানের কৃতিত্ব দেখানো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো আসর শেষে এক বার্তায় বলেন, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগাররা জিততে পারিনি। তবে দুর্দান্ত কিছু প্রতিভার সঙ্গে খেলতে পারাটা ছিল অসাধারণ ব্যাপার। আবারও মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’ বিপিএলে টানা দ্বিতীয়বারের মতো সর্বাধিক রানের কৃতিত্ব দেখালেন ৩০ বছর বয়সী রাইলি রুশো। গত আসরে তার সংগ্রহ ছিল ১৪ ম্যাচে সর্বাধিক ৫৫৮ রান।
 

বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জয়ী রাজশাহী রয়্যালসের বল হাতে দলের সর্বাধিক ১৪ উইকেট শিকার মোহাম্মদ ইরফানের। গত বছরের আগস্টে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লীগ জয়ের পর বিপিএলের শিরোপা জিতেও ভীষণ আনন্দিত এ পাকিস্তানি পেসার। শনিবার ট্রফি হাতে তার ছবিসহ ইরফান টুইট করেন, ‘কানাডার পর বিপিএল- টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। অসাধারণ ছিলেন বাংলাদেশের দর্শকেরা। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ দেখতে তর সইছে না।’

চলতি মাসেই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি লাহোরে হবে ম্যাচ তিনিট। সিরিজে পাকিস্তান দলে জায়গা পাননি ইরফান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর