× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতের অর্থমন্ত্রীর মুখে তসলিমার নাম নিয়ে আলোচনা

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের উদাহরণ টেনেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। আর তা থেকেই আলোচনার শুরু। গুঞ্জন উঠেছে, ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন তসলিমা। রোববার পাকিস্তানি বংশোদ্ভূত সংগীত শিল্পী আদনান সামীর সঙ্গে তসলিমার কথা টানেন সীতারামান। সামিকে ২০১৬ সালে নাগরিকত্ব প্রদান করে ভারত সরকার।

তসলিমা বহু বছর ধরে ভারতে রেসিডেন্স পারমিটে অবস্থান করছেন। সমপ্রতি সিএএ’র সমর্থনে কথাও বলেছেন তিনি। তাই অনেকেই সীতারামানের কথায় তসলিমার নাগরিকত্ব পাওয়ার ইঙ্গিত দেখছেন।
ভারতজুড়ে সিএএবিরোধী বিক্ষোভ চলছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ছয় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীকে নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে। তবে সে তালিকায় নেই মুসলিমরা। এতে আইনটি ধর্মীয় বিভাজনমূলক বলে তীব্র সমালোচনার শিকার হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। রোববার এক অনুষ্ঠানে আইনটির স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে আদনান সামি ও তসলিমা নাসরিনের উদাহরণ টেনে আনেন ভারতীয় অর্থমন্ত্রী।

সীতারামান বলেন, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯১ আফগান মুসলিম, ১৫৯৫ পাকিস্তানি অভিবাসীকে নাগরিকত্ব দেয়া হয়েছে। এ সময়ের মধ্যেই আদনান সামিকেও নাগরিকত্ব দেয়া হয়েছে। এটা একটা দৃষ্টান্ত। তসলিমা নাসরিন আরো একটা উদাহরণ। এতে প্রমাণ হয় যে, আমাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভুল।

নিজের কথায় সীতারামান ঠিক কী বোঝাতে চেয়েছেন তা সপষ্ট নয়। তসলিমা নাসরিন ১৯৯৪ সালে প্রাণনাশের হুমকির মুখে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে যান। ২০০৪ সাল থেকে সেখানে রেসিডেন্স ভিসায় বাস করছেন তিনি। এর আগে একাধিকবার নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি। সমপ্রতি এক কেরালায় এক অনুষ্ঠানে সিএএ’র পক্ষে কথা বলতে দেখা গেছে তাকে। তিনি আইনটিকে মহৎ ও অত্যন্ত ভালো বলে আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এবার কী তবে তসলিমাকে নাগরিকত্ব দিতে যাচ্ছে ভারত?
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর