× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কচুরিপানায় তলিয়ে যাওয়া কৃষককে উদ্ধার করলো পুলিশ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার

রাজশাহীর মোহনপুরে পানির মধ্যে কচুরিপানায় আটকে যাওয়া এক কৃষককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মিলন (৪০) মোহনপুরের  মহিষকুণ্ডি গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। গতকাল সোমবার দুপুরে মোহনপুর বিলে এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মিলন জমিতে কৃষিতে কাজ করতে যাচ্ছিল। এসময় মোহনপুর বিলে গভীর খাদের পানির মধ্যে পড়ে যায় এবং কচুরিপানায় আটকে পড়ে ডুবতে থাকে। পরে খবর পেয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে  যায়।
পরে ওসি মোস্তাক হোসেন, এসআই মিজান, কনস্টেবল ইসমাইল, কনস্টেবল সজীব তাৎক্ষণিক বিলে  নেমে স্থানীয়দের সহযোগিতায় মিলনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারপর থেকে সে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর