× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বান্দরবানে ভূমিদস্যুর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাংলারজমিন

বান্দরবান প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, বুধবার

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোরপূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাসিনা বেগম নামে এক ভুক্তভোগী ও আজিজনগরের  চাঁন্দা বসন্তপাড়ার এলাকাবাসী। গতকাল সকালে বান্দরবানের শহরের একটি রেস্টুন্টের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করে আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণ। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও জোরপূর্বক বাগান থেকে গাছ কেটে ফেলছে রফিক আহম্মদ নামে এক ভূমিদস্যু। এ সময় তিনি আরো অভিযোগ করে বলেন, রফিক আহম্মদ বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী এনে প্রায় সময় চাঁন্দা বসন্ত পাড়ায় সাধারণ জনগণের জমি দখল ও গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ রফিক আহম্মদকে বাধা দিলে তিনি বিভিন্নভাবে হামলা-মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এ সময় সংবাদ সম্মেলনে আব্দুর রহিম নামে এক ভুক্তভোগী বলেন, সন্ত্রাসী রফিক আহমদ সরকারি আইন অমান্য করে আমার জমি দখল করে নিচ্ছে ও বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী রফিক লাঠিয়াল বাহিনী নিয়ে চলাফেরা করে এবং উল্টো আমাদের নামে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে।
বক্তারা এ সময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ায় সাধারণ জনগণের জবরদখলকৃত জমি ফেরত দেয়া ও ভূমিদস্যু মো. রফিক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে এ সময় আজিজনগর ইউনিয়নের চাঁন্দা বসন্তপাড়ার জনসাধারণ এবং বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর