× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লাহোরে আটক অস্ত্রধারী সন্ত্রাসী

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, বুধবার

তিন ধাপের পাকিস্তান সফরের প্রথম ধাপে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে গতকাল টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু লাহোরে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্ততার করেছে সেদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সিটিডি’র একজন মুখপাত্র পাকিস্তানি সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ডেটোনেটর, সেইফটি ফিউজ, ২ বক্স বল বেয়ারিং, ১টি ইকেট্রিক ব্যাটারি ও ইলেকট্রিক সুইচ এবং দুটি শপিং ব্যাগভর্তি বিস্ফোরক দ্রব উদ্ধার করে পুলিশ। আটককৃতরা বোমা তৈরির চেষ্টা করছিল। পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১০ হাজার পুলিশ সদস্য। থাকছে কমান্ডো-রেঞ্জার্সও।
প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, গত শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম দুই দফার সফরের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে বসে পাঞ্জাবের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা।
ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন রাওয়ালপিন্ডি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারাও। বৈঠকে লাহোর ও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলকে নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়ার নির্দেশ দেন পাঞ্জাবের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বাশারাত রাজা।
বৈঠকে জানানো হয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় টাইগারদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ হাজার পুলিশ সদস্য। জরুরি সাহায্যের জন্য প্রস্তুত থাকবে ১৯ জন বিশেষ সামরিক কর্মকর্তা, সামরিক ব্যাটালিয়ন ও আধা সামরিক ব্যাটালিয়ান রেঞ্জার্সের সদস্যরা। রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা দেবেন ৪ হাজারেরও বেশি পুলিশ সদস্য। এছাড়াও থাকবে সামরিক ব্যাটালিয়ন ও রেঞ্জার্স ।
বাংলাদেশ দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের সময় এবং খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের আশেপাশের রাস্তায় গাড়ি চলাচলও সীমিত করা হবে। শুধু বাংলাদেশ ক্রিকেট দলই নয়, স্টেডিয়ামে আসা দর্শকরাও থাকবেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হবে। টিম হোটেলও থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। এরই মধ্যে অস্ত্রধারী সন্ত্রাসী আটক হওয়ার ঘটনায় উদ্বেগের জন্ম দিলো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর